নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা, ৩৫ গ্রাম আইস ও ইয়াবা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে। এ সময় ইয়াবা তৈরির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মুন্সীগঞ্জ মো. মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর দিকনির্দেশনায় শনিবার (১১ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে টংগীবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম ডাবলুর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে টংগীবাড়ী থানার বেতকা ইউনিয়নের নতুন বাজার এলাকার রশিদ ঢালীর দোতলা ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের একটি কক্ষ থেকে দেলোয়ার হোসেন ফিরোজ (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ৮০০ পিস ইয়াবা, ৩৫ গ্রাম আইস, ইয়াবা তৈরির ডাইচ মেশিন, ইয়াবা প্রস্তুতে ব্যবহৃত বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং রাসায়নিক পরীক্ষা কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা প্রস্তুত ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় টংগীবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।