নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের জুলাই যোদ্ধাদের সঙ্গে জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম। সভার শুরুতে তিনি মুন্সীগঞ্জ জেলার জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে পরিচিতি ও কুশল বিনিময় করেন।
এ সময় তিনি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন।
উন্মুক্ত আলোচনায় সভায় উপস্থিত জুলাই যোদ্ধারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সার্বিক নিরাপত্তা জোরদার, স্বস্তিদায়ক ট্রাফিক ব্যবস্থাপনা, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন।
পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ কামরান হোসেন, মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।