মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৫
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নবনিযুক্ত মোঃ মাসুদুর রহমান সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।


সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও মোঃ মাসুদুর রহমান সাংবাদিকদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন এবং উপজেলা প্রশাসনের কার্যক্রমে গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, সহ-সভাপতি মামুনুর রশিদ (দৈনিক আমার দেশ), দৈনিক নয়াদিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুস সালাম, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুব আলম লিটন, জেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কামাল, জেলা অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নিউজ সেভেনটি ওয়ান ডট টিভির সম্পাদক জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান (রলিন), দৈনিক জনবানী পত্রিকার স্টাফ রিপোর্টার আবু হানিফ রানা, বাংলাদেশ বেতার মুন্সীগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলাম ছুটুন, সংবাদ দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ লিটন মাহমুদ, বাংলা টিভির জেলা প্রতিনিধি রুবেল মাদবর, দৈনিক আলোকিত নিউজের জেলা প্রতিনিধি শাহিন পাঠান, তোফাজ্জল হোসেন শিহাবসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

 

সভায় উপজেলা উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সাংবাদিকরা বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরলে ইউএনও তা গুরুত্বসহকারে শোনেন এবং সমন্বয়ের মাধ্যমে কাজ করার আশ্বাস দেন।