রাজধানীতে হালকা ভূমিকম্প, উৎপত্তি নরসিংদীর শিবপুরে

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৫
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
রাজধানীতে হালকা ভূমিকম্প, উৎপত্তি নরসিংদীর শিবপুরে

রাজধানীতে হালকা ভূমিকম্প, উৎপত্তি নরসিংদীর শিবপুরে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ ভোরে একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ ভূমিকম্পটি ঘটে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁও থেকে ৩৮ কিলোমিটার উত্তর–পূর্বে নরসিংদী জেলার শিবপুর উপজেলায়।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পটি হালকা মাত্রার হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে সোমবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়। কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ার স্থানীয় বাসিন্দারা মৃদু কম্পন টের পান।

সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ভূমিকম্প অনুভূত হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়, যা স্থায়ী ছিল প্রায় ২৬ সেকেন্ড।

এছাড়াও নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া আরেকটি শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। ওই ঘটনায় সারা দেশে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন কয়েক শ মানুষ।

বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পপ্রবণ এলাকায় সচেতনতা ও প্রস্তুতি না থাকলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে। তাই সবাইকে সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।