নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ পৌরসভার উন্নয়ন পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব কবীর আহাম্মদ
মো. রাহিদ হোসেনঃ
আজ ২৫ নভেম্বর ২০২৫, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো উন্নয়ন বিভাগের প্রধান ও অতিরিক্ত সচিব জনাব কবীর আহাম্মদ “Improvement of Urban Governance and Infrastructure Project (IUGIP)” এবং “Local Government COVID-19 Response and Recovery Project”-এর আওতায় মুন্সীগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি পৌরসভা কার্যালয়ে পৌরসভার উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা ও মাস্টারপ্ল্যান প্রণয়ন সংক্রান্ত সভায় অংশগ্রহণ করেন।
পৌরসভার প্রশাসক জনাব মৌসুমী মাহবুব,
প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ তৌহিদুল ইসলাম,
IUGIP প্রকল্প পরিচালক জনাব তোফায়েল আহমেদ,
বুয়েটের অধ্যাপক ও প্রকল্প পরামর্শক খোন্দকার এম. আনসার হোসেন,
ক্যাপাসিটি ডেভেলপমেন্ট পরামর্শক জনাব মোঃ আজাহার আলী,
এবং অন্যান্য প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ।
চলমান প্রকল্পের কাজের মানে সন্তোষ
মুন্সীগঞ্জ পৌরসভায় চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করে কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন অতিরিক্ত সচিব কবীর আহাম্মদ।
সাতটি খাল নিয়ে আন্তঃখাল সংযোগ প্রকল্প প্রণয়নের নির্দেশ
পৌরসভার অভ্যন্তরে প্রবাহমান সাতটি খালকে কেন্দ্র করে একটি আন্তঃখাল সংযোগ প্রকল্প প্রণয়ন এবং অর্থায়নের জন্য ডিপিপি প্রণয়ন করতে নির্দেশ দেন অতিরিক্ত সচিব।
এই প্রকল্পের আওতায়—
খালের দুই পাড়ে সড়ক নির্মাণ
পাড় সংস্কার ও বাঁধাই
শহর সৌন্দর্যবর্ধন
প্রতিটি ওয়ার্ডে পাবলিক এনভায়রনমেন্টাল পার্ক ও ইকো জোন সৃষ্টি
আন্তঃখাল সংযোগ বাস্তবায়িত হলে নৌ-রুটে যাতায়াত সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
এ বিষয়ে পরিকল্পনা কমিশন বিশেষ অগ্রাধিকার দেবে বলেও তিনি জানান।
চিরকিশোরগঞ্জে ট্যুরিজম জোন ও মডেল টাউন
অনগ্রসর চিরকিশোরগঞ্জ এলাকায় ট্যুরিজম জোন এবং মডেল টাউন নির্মাণের জন্য আলাদা প্রকল্প প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে।
এ জন্য পৌরসভার পক্ষ থেকে বিশেষজ্ঞ ডিজাইনার নিয়োগ দেওয়া হবে।
বহুতল মার্কেট নির্মাণে ১৪ কোটি টাকার অর্থায়ন
নগরবাসীর জন্য কাচারি মোড় এলাকায় বহুতল মার্কেট নির্মাণে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) থেকে ১৪ কোটি টাকা অর্থায়নের চূড়ান্ত আশ্বাস পাওয়া গেছে।
IUGIP–LGED প্রকল্প পরিচালককে ডিসেম্বরের প্রথমার্ধে মার্কেটের ডিজাইন ও প্রাক্কলন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জে আন্তঃজেলা টার্মিনাল স্থাপনের নির্দেশ
বর্তমানে মুন্সীগঞ্জ পৌরসভায় কোনো আন্তঃজেলা বাস টার্মিনাল নেই।
এই বিশেষ পৌরসভায় উপযুক্ত স্থান নির্ধারণের জন্য স্থানীয় জনগণের সঙ্গে স্টেকহোল্ডার কনসালটেশন করে প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।
মুন্সীগঞ্জকে নিরাপদ ও অত্যাধুনিক নগরে রূপান্তরের আশ্বাস
সার্বিকভাবে মুন্সীগঞ্জ পৌরসভাকে একটি নিরাপদ, আধুনিক ও পরিকল্পিত নগরীতে পরিণত করতে পরিকল্পনা কমিশন সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করেন অতিরিক্ত সচিব কবীর আহাম্মদ।