মুন্সিগঞ্জের গর্ব: দেশের ৮১টি ‘এ’ ক্যাটাগরি সরকারি কলেজের তালিকায় হরগঙ্গা কলেজ

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৫
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
ছবি প্রতিনিধি

মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ দেশের ‘এ’ ক্যাটাগরি সরকারি কলেজ তালিকায়

রাহিদ হোসেনঃ

দেশের সরকারি কলেজগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করতে শিক্ষা মন্ত্রণালয় সরকারি কলেজসমূহকে নতুনভাবে পুনর্বিন্যাস করেছে। সোমবার (২৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে দেশের ৭০৮টি সরকারি কলেজকে চারটি ক্যাটাগরিতে—‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’—বিভক্ত করা হয়।


এই নতুন তালিকায় মুন্সিগঞ্জের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজ পেয়েছে ‘এ’ ক্যাটাগরির মর্যাদা। এতে জেলা ও অঞ্চলের শিক্ষাঙ্গনে বিষয়টি ব্যাপক আনন্দ ও গৌরবের সৃষ্টি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কলেজগুলোর ছাত্রছাত্রীর সংখ্যা, অনার্স বিষয় সংখ্যা এবং শিক্ষা কার্যক্রমের সামগ্রিক পরিসর বিবেচনায় নিয়ে এই পুনর্বিন্যাস করা হয়েছে।

সারা দেশে ৭০৮টি সরকারি কলেজের মধ্যে—

‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে ৮১টি কলেজ (ছাত্রছাত্রী ৮ হাজারের বেশি এবং ১০টির বেশি অনার্স বিষয়)।

‘বি’ ক্যাটাগরিতে ৯৮টি কলেজ (৪,৫০০–৭,৯৯৯ শিক্ষার্থী এবং কমপক্ষে ৫টি অনার্স)।

‘সি’ ক্যাটাগরিতে ৪৪৬টি কলেজ (ছাত্রছাত্রী ৮ হাজারের কম এবং ৫–৮টি অনার্স)।

‘ডি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ১০৭টি উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান।


প্রকাশিত ‘এ’ ক্যাটাগরির তালিকায় রয়েছে দেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান—ঢাকা কলেজ, চট্টগ্রাম কলেজ, রাজশাহী কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি ব্রজমোহন কলেজ, কারমাইকেল কলেজসহ আরও বহু ঐতিহ্যবাহী কলেজ।

এই তালিকায় মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের অন্তর্ভুক্তি জেলার উচ্চশিক্ষা খাতে নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক প্রয়োজনে এবং প্রতিটি কলেজের আকার ও কার্যপরিধি অনুযায়ী কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ পুনর্বিন্যাস করা হয়েছে।