নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে এনআইডি–র সব সেবা: নির্বাচন কমিশন
রাহিদ হোসেনঃ
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সব ধরনের সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার বিকেল ৪টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ইসি।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম নিশ্চিত করেন যে, ভোটার তালিকার সিডি প্রস্তুতির কারণে সাময়িকভাবে এনআইডি-র সব ধরনের সেবা বন্ধ রাখতে হচ্ছে। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সেবা চালুর বিষয়ে কমিশন থেকে বিজ্ঞপ্তি দেওয়া হবে।
আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার মধ্যে এনআইডি সেবা বন্ধের এই ঘোষণা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ, তথ্য সংশোধন, পুনঃমুদ্রণসহ বিভিন্ন জরুরি কাজে এনআইডি সেবা অত্যন্ত প্রয়োজনীয় হওয়ায় এ সিদ্ধান্তের প্রভাব সারাদেশেই পড়বে।
এনআইডি সেবা বন্ধ থাকায় নতুন ভোটার নিবন্ধন, তথ্য সংশোধন, হারানো কার্ডের পুনঃপ্রাপ্তি, স্মার্টকার্ড বিতরণসহ সব অনলাইন ও সরাসরি সেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন শিডিউল ঘোষণা এবং ভোটার তালিকা প্রস্তুতির চাপ সামাল দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেবা বন্ধের সময়সীমা কতদিন স্থায়ী হবে তা এখনো জানানো হয়নি।