নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে পদ্মা সেতু (উত্তর) থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সুপার, মুন্সীগঞ্জের দিকনির্দেশনায় এসআই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু উত্তর থানার বিপরীত পাশে খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—
১. শমসের আলী (৩২), পিতা মৃত আসাদুল্লাহ, মাতা জাহানারা বেগম। স্থায়ী ঠিকানা: হাসান নগর, কামরাঙ্গীরচর, ঢাকা; বর্তমানে ভাড়াটিয়া: পানালিয়া শমসাবাদ বটতলা, নবাবগঞ্জ, ঢাকা।
২. মোঃ রানা (৩৮), পিতা আমিন উদ্দিন, মাতা মৃত আমেনা। স্থায়ী ঠিকানা: পালের চর, জাজিরা, শরীয়তপুর; বর্তমানে ভাড়াটিয়া: খোলামোড়া, আটিবাজার, কেরানীগঞ্জ।
৩. অছির উদ্দিন (৪০), পিতা জয়নাল উদ্দিন, মাতা আকলিমা খাতুন। স্থায়ী ঠিকানা: বদ্দীপুর, কৃষ্ণপুর, মহেশপুর, ঝিনাইদহ।
তাদের নিজস্ব উপস্থাপন মতে, জব্দ করা ফেন্সিডিলের পরিমাণ ৪০০ বোতল, যার মোট পরিমাণ ৪০,০০০ মিলিলিটার। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।
উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে মাদকদ্রব্যগুলো জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে পদ্মা সেতু (উত্তর) থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।