মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৫
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জাহাঙ্গীর আলম : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল দুলাল, আহ্বায়ক কমিটির সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববি, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ননী গোপাল হালদার, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভবতোষ চৌধুরী নুপুর, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন পোদ্দার, মীরকাদিম পৌরসভার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ওমা শঙ্কর সরকার, মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) ইমরান আহমেদ এবং মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ মেহফুজ তানভীর।

সভায় পূজা মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার নিরবচ্ছিন্নতা নিশ্চিতকরণসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি একটি সার্বজনীন উৎসব। তাই সকলের অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে এ উৎসব উদযাপন করা হবে।