Blender’s Choice – The Daily Star OTT & Digital Content Awards 2024 এ সেরা ব্যাকগ্রাউন্ড স্কোরের পুরস্কার জয়

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
Blender’s Choice – The Daily Star OTT & Digital Content Awards 2024 এ সেরা ব্যাকগ্রাউন্ড স্কোরের পুরস্কার জয়

নিজস্ব প্রতিনিধি  :
Blender’s Choice – The Daily Star OTT & Digital Content Awards 2024 এ সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর বিভাগে পুরস্কার জিতেছে ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তিপ্রাপ্ত এ সিরিজটি পরিচালনা করেছেন কাজী আসাদ।

পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তার অনুভূতি প্রকাশ করে বলেন,

> “সব প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য। আমি ও আমার পরিবার সঙ্গীতের প্রতি কৃতজ্ঞ ও দায়বদ্ধ। জীবনে অনেক কিছু চেয়েছি, কিন্তু আল্লাহ আমাকে তার চেয়ে অনেক বেশি দিয়েছেন। ”

 

তিনি আরও জানান, ২০২১ সাল থেকে তিনি ও তার টিম সম্ভবত সবচেয়ে বেশি সংখ্যক ওটিটি কনটেন্টে ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন। তবে গত বছর মহানগর সিরিজের জন্য স্বীকৃতি না পেয়ে মন খারাপ হয়েছিল। এবার প্রিয় কাজ আধুনিক বাংলা হোটেল এর জন্য এ সম্মাননা পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ডিরেক্টরসহ পুরো টিমকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,

> “এই পুরস্কার আমি উৎসর্গ করছি Pavel Areen ভাইকে। তিনি Butter Communication–এ সুযোগ না দিলে আমার সঙ্গীতের পথ হয়তো অজানাই থেকে যেত।”

 

এছাড়া তিনি Blender’s Choice – The Daily Star OTT & Digital Content Awards কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ক্যাটাগরি সংযোজনের মাধ্যমে সৃষ্টিশীল মানুষরা অনুপ্রাণিত হচ্ছেন।

অবশেষে তিনি উল্লেখ করেন,

এই স্বীকৃতি উৎসব বাংলা সিনেমার জন্য নতুন সাহস।

 

 এ পুরস্কারপ্রাপ্তি সংগীত পরিচালক ও তার টিমকে ভবিষ্যতে আরও সাহসী ও অনুপ্রাণিত কাজ করার প্রেরণা জুগিয়েছে।