মুন্সীগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জ শহর বিএনপি ও জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার বেলা ১১ টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের
আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ঘড়া সংগঠন, এই সংগঠনকে নিয়ে মিথ্যাচার কুরুচিপূর্ণ বক্তব্য যারা দিয়েছেন অনতিবিলম্বে তাদের আইনের আওতায় না আনলে শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা ও বাংলাদেশের জনগণ তাদের ছাড় দেবে না।
এসময় জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার, এনসিপির দালালেরা হুশিয়ার সাবধান,হাসিনা গেছে যেই পথে জামাত যাবে সেই পথে, সহ বিভিন্ন ধরনের স্লোগানে দেন বিক্ষোভকারীরা।
উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
।