সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন নিউজ সেভেন্টিওয়ান টিভির মামুন রণবীর

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৩ জুলাই, ২০২৫
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন নিউজ সেভেন্টিওয়ান টিভির মামুন রণবীর

ডেস্ক রিপোর্ট

বেসরকারি উন্নয়ন সংস্থা দু:স্থ স্বাস্থ্য কেন্দ্রের  (ডিএসকে) সমৃদ্ধি কর্মসূচি কর্তৃক  সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন নিউজ সেভেন্টিওয়ান ডট টিভির  নেত্রকোণা জেলা প্রতিনিধি মামুন রণবীর।  


গত ২৯শে জুন রবিবার  নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমৃদ্ধি উন্নয়ন মেলা,ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে তার হাতে  সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।  


এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসকের সহকারী পরিচালক শামসুল আলম খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর,ডিএসকে রিসোর্স সেন্টার এর ব্যবস্থাপক মোরশেদ আলম,প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন,দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এবং ওয়াইএমসিএ এর সম্পাদিকা লুদিয়া রোমা সাংমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার।   

 

সম্মাননা গ্রহণ করে সাংবাদিক মামুন রণবীর বলেন,সম্মাননা একজন মানুষকে অনুপ্রাণিত করে,সুন্দর কাজের দিকে ধাবিত করে,সৃজনশীলতার দিকে আরো বেশি এগিয়ে দেয়। আজকের এই সম্মাননা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। আমি আশা করছি সামনে আরো নান্দনিকভাবে কাজ করতে পারবো।  আমি আয়োজকদের প্রতি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 

ডিএসকের বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচিতে সহযোগিতা করছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন।