নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : "ঘরে ঘরে দক্ষতা, হৃদয়ে হৃদয়ে মানবতা" এই স্লোগানকে ধারণ করে ২০২৩ সালে যাত্রা শুরু করে মুন্সিগঞ্জের স্বনামধন্য কম্পিউটার ট্রেনিং সেন্টার Softverse IT Institute। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি দক্ষ আইটি পেশাজীবী গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
শনিবার বেলা ১১টায় ইনস্টিটিউটের নিজস্ব মিলনায়তনে প্রতিষ্ঠানটির ১২, ১৩ ও ১৪তম ব্যাচের সর্বমোট ৪০ শিক্ষার্থীকে সনদপত্র প্রদান এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের প্রভাষক আশরাফুল মিশু ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার সায়েম সিকদার। উপস্থিত ছিলেন যমুনা টিভির মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব, লেখক আলী ইসলাম মুমেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডি ক্লিন মুন্সীগঞ্জের জেলা সমন্বয়ক অমিত হাসান, উপ সমন্বয়ক রিফাত হোসাইন, স্বেচ্ছায় রক্তদান সংস্থার টঙ্গিবাড়ির সভাপতি নাজমুল হাসান, রক্তদাতা সন্ধানে বিক্রমপুরের সভাপতি
বিএম মোহিত, আমি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন এর কোর ভলান্টিয়ার এবং মুন্সিগন্জ জেলা প্রতিনিধি সামিয়া শারমীন,
বিক্রমপুর রক্তদান সংস্থার সহ সভাপতি
শুভ কুন্ডু, মুন্সিগঞ্জ সেবা কেন্দ্রের সাধারন সম্পাদক আরমান শুভা, দূর্যয় তারুণ্য সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ রুইয়াম, যুগ্ন সধারন সম্পাদক ওয়াসিম রহমান বৃন্ত।