টানা ৫ দিনের ছুটির ফাঁদে বেনাপোল স্থলবন্দর

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১০ অক্টোবর, ২০২৪
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
টানা ৫ দিনের ছুটির ফাঁদে বেনাপোল স্থলবন্দর

মো. সংগ্রাম হোসেন বেনাপোল প্রতিনিধি :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর।

এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে দু'দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

তবে, এ ছুটিতে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। এদিকে পূজার ছুটির কারণে আমদানি–রপ্তানি বন্ধ থাকায় অনেক শিল্প প্রতিষ্ঠানে কাঁচামালের সংকট দেখা দিতে পারে বলে মনে করেন বন্দর ব্যবহারকারিরা।

বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক জানান, দুর্গাপূজা উপলক্ষে ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে টানা পাঁচদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। ১৪ অক্টোবর সকাল থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি সচল হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক জানান, পুজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সাথে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারত থেকে আগত বা বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।