মুন্সীগঞ্জের মোল্লা কান্দিতে অস্ত্র সহ ২ জন গ্রেফতার

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১৪ জুলাই, ২০২৪
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জের মোল্লা কান্দিতে অস্ত্র সহ ২ জন গ্রেফতার

রাহিদ হোসেন : মুন্সিগঞ্জ  মোল্লাকান্দি ইউনিয়নের ছোট কেওআর ঢালিকান্দি মৃত আব্দুর রাজ্জাক সরকারের ছেলে হাবিব সরকার(৭০) এর পরিত্যক্ত বসতবাড়ির পশ্চিম ভিটির দোচালা টিনের ঘরের সামনে থেকে এই অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।  
শনিবার বিকাল ৫ টায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রী আমিনুল ইসলামের নেতৃত্বে মোল্লাকান্দি ইউনিয়নের বিট অফিসার: এস আই লিপন সরকারসহ  সঙ্গী ফোর্স নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।  
জানা যায় মোল্লাকান্দি ইউনিয়নের বিট অফিসার: এস আই লিপন সরকারসহ  সঙ্গী ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মোল্লা কান্দি ইউনিয়নের ছোট কেওয়ার ঢালিকান্দি হাবিব সরকার(৭০) এর এর পরিত্যক্ত বসতবাড়ির পশ্চিম ভিটির দোচালা টিনের ঘরের সামনে থেকে এই অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।  

এ সময় গাবুয়া ডালিকান্দি গ্রামের আবু সাঈদ মোল্লার ছেলে মোহাম্মদ নাহিদ হোসেন (২৫) ও আব্দুল হাই এর ছেলে,মোঃ সোহান আলী (২১) কে গ্রেফতার করলে তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলি একটি শট গান ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ ।  


এ বিষয়ে মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন  অবৈধ অস্ত্র উদ্ধারের পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে করে প্রেরণ করা হয়েছে।