জাহাঙ্গীর আলম : মুন্সিগঞ্জ আনুমানিক ১৭ লক্ষ টাকা মুল্যের ৫ হাজার ৮ শ ৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
রোববার (৩০ জুন) বিকাল ৪ টার দিকে র্যাব-১০ এর যাত্রাবাড়ী, ঢাকা ক্যাম্পের দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
সোমবার বিকালে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এসব তথ্য নিশ্চিত করে
বলেন, গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে কুমিল্লা জেলার রহমত আলীর মেয়ে মনি আক্তার (২১), পটুয়াখালী জেলার পটুয়াখালী সদরের আঠারোগাছিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে নাসিমা আক্তার(২৬)।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জ ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে টঙ্গীবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।