মুন্সিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের মাসব্যাপি বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরন কর্মসূচী উদ্বোধন করলেন মোহাম্মদ ফয়সাল বিপ্লব এমপি

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৭ জুন, ২০২৪
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার: মুন্সিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের মাসব্যাপি বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরন কর্মসূচী উদ্বোধন করলেন মুন্সিগঞ্জ - ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব এমপি। প্রকৃতি ও জীবন ক্লাব, মুন্সীগঞ্জ শাখার উদ্যেগে শিক্ষার্থীসহ অন্যান্যদের মাঝে ৩ হাজার গাছের চারা বিতরন ও বৃক্ষরোপণ কর্মসূচী পালনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। মুন্সিগঞ্জ শহরের উচ্চ বালিকা বিদ্যালযে প্রকৃতি ও জীবন ক্লাব আয়োজিত মাস ব্যাপি বৃক্ষরোপণের এ কর্মসূচীর উদ্বোধন কর্মসূচীতে মুন্সিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব এমপি বলেন, জলবায়ু পরিবর্তনসহ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষরোপণের সঙ্গে গাছটির পরিচর্যার উপর গুরুত্ব দেন। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভা মেয়র চৌধুরী ফাহরিয়া আফরিন। তিনি বলেন প্রকৃতি ও জীবন মাসব্যাপী এ কর্মসূচীর সঙ্গে মুন্সিগঞ্জ পৌরসভা পাশে থাকবে। শুক্রবার সকালে শহরের উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাব, মুন্সিগঞ্জের উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের সাংবাদিক রাসেল মাহমুদ, সাবেক সভাপতি সমকাল সাংবাদিক কাজী সাব্বির আহম্মেদ দীপু, সাধারন সম্পাদক সুজন হায়দার জনি, মুন্সিগঞ্জ পৌরসভার কমিশনার, সোহেল রানা রানু, সাত্তার মুন্সি, আওলাদ হোসেন, স্বপন কমিশনার, শফিকুল হাসান তুষারসহ অন্যান্য মহিলা কমিশনার বৃন্দ। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন মুন্সিগঞ্জ থিয়েটারের সভাপতি ফরিদ আহমেদ।