তোমার চোখে বাংলাদেশ মুন্সীগঞ্জের সেরা তুষার

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৩
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক

জাহাঙ্গীর আলম: অনুষ্ঠিত হয়ে গেলো "তোমার চোখে বাংলাদেশ" ফটোগ্রাফি প্রতিযোগিতায় ঢাকা বিভাগের জেলাসমূহের চ্যাম্পিয়নদের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান।  

প্রতিযোগিতায় মুন্সীগঞ্জ জেলা থেকে জেলার সেরা ফটোগ্রাফার হিসেবে চ্যাম্পিয়ন হয়ে আইফোন ১৪ মোবাইল ফোন জিতে নেন সাংস্কৃতিক অংগনের পরিচিত মুখ নির্মাতা, অভিনেতা ও ফটোগ্রাফার তুষার চন্দ্র রায়।

গোপালগঞ্জ জেলার পৌরপার্ক মুক্তমঞ্চ এলাকায় অনুষ্ঠিত পুরস্কার বিতরননী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইমন, ব্যাচেলর পয়েন্টের অন্তরা খ্যাত ফারিয়া শাহরিন, অভিনেত্রী শামীমা তুষ্টি, শশী এবং গোপালগঞ্জ জেলার মেয়ে তানভিন অভিনেত্রী সুইটি। বিকেলে ৪ টার দিকে শুরু হওয়া এ অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ তাদের বক্তব্য প্রদান করেন এবং পরবর্তীতে বিজয়ীরা তাদের অনূভূতি প্রকাশ করেন।


পুরস্কার বিজয়ী তুষার চন্দ্র রায় অনুভূতি ব্যক্ত করে বলেন, 'প্রতিযোগিতাটি আমার কাছে চমৎকার লেগেছে। প্রতিটি ধাপ চ্যালেঞ্জিং ছিলো। আমি গর্বিত আমার জেলার ছবিগুলোর মাধ্যমে আমি সেরা হয়েছি। '