মুন্সিগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ৩০ জুলাই, ২০২৩
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সিগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি : নেশা নয়, স্বাস্থ্যই হোক জীবনের নতুন প্রত্যাশা’—এই প্রত্যয় নিয়ে আজ ৩০শে জুলাই বাংলাদেশসহ সারা বিশ্বে পালিত হচ্ছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস।

দিবসটি উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের আয়োজনে বের করা হয় রেলী এ সময় প্রশাসন কার্যালয় থেকে বের হয়ে পতাকা ৭১ ঘুড়ে আবার জেলা প্রশাসন কার্যালয়ে শেষ হয়।


 
পরে জেলা প্রশাসন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সপেক্টর শিবনাথ কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন আবু জাফর রিপন, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন আদিবুল ইসলাম 

সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,  বেসরকারি সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমাম, অভিভাবকসহ গণমানব ব্যক্তিবর্গ।