মো. রাহিদ হোসেনঃ মুন্সীগঞ্জে রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার(রিক) এর আয়োজনে প্রবীনদের জীবন মান উন্নয়নের লক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আউটশাহী প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ছিলো প্রবীনদের ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে আনুমানিক ১৫০ জন প্রবীণ ব্যাক্তি উপস্থিত ছিলেন। এসময় তারা এই আয়োজনকে সাধুবাদ জানান। বক্তব্য: পাবলিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আউটশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেকান্দার ব্যপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিক'র মুন্সীগঞ্জ জোনের জোনাল ম্যানেজার মো. শহিদুল ইসলাম খান। রিক'র মুন্সীগঞ্জ এরিয়া ম্যানেজার মো. মোয়াজ্জেম হোসেন, আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েতুল ইসলাম সবুজ, আউটশাহী ইউনিয়নের ইউপি সদস্য আরিফুল ইসলাম কাজল। এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত প্রবীণদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আউটশাহী ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক। অনুষ্ঠানটি বাস্তবায়নের দ্বায়িত্বে ছিলেন রিক আউটশাহী ইউনিয়নের প্রোগ্রাম অফিসার গাজী আবদুল অউয়াল।