নন্দীগ্রামে টিসিবির পণ্য পাচারের সময় জনতার হাতে আটক, ১ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২৭ আগস্ট, ২০২২
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
ছবিঃ প্রতিনিধি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মজুত করা টিসিবির পণ্য পাচারের সময় হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।  বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টারদিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের কহুলী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কহুলীস্থ বুড়ইল ইউনিয়ন পরিষদ চত্বরে থেকে বৃহস্পতিবার টিসিবির পণ্য বিক্রি করা হয়। এরমাঝে সেখান থেকে মেসার্স জান্নাতুল রিয়া এন্টারপ্রাইজের কর্মচারীরা টিসিবির পণ্যগুলো সরিয়ে ফেলে। পরে রাতে ওই মালামাল ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা মালসহ তাদের আটক করে। সেখান থেকে ৭৮ লিটার তেল, ৩৪ কেজি ডাল ও ২৭ কেজি চিনি উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত সেখানে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করেন।