logo

শিরোনাম

গজারিয়ায় জালিয়াতির মামলায় তানিছুর রহমানকে পুলিশ খুজঁছে

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ মে, ২০২২ | সময়ঃ ১২:০০
photo

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামের বাসিন্ধা মো: তানিছুর রহমানের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে  অভিযান চালাচ্ছে পুলিশ। তাবে তানিছুর পালাতক রয়েছে। সে গজারিয়া উপজেলা পুরান বাউশিয়া গ্রামের মৃত আব্দুস সামাদ শিকদারের ২য় স্ত্রীর সংসারের ছেলে।  পুলিশ সূত্রে জানাযায়, তার বিরুদ্ধে গত ১১ই মে ২০২২ ইং তারিখে মুন্সীগঞ্জ জেলা দায়রা জজ আদালত হতে ওয়ারেন্ট জারি হয়। যা এরইমধ্যে গজারিয়া থানায় পৌঁছেছে । এরপর থেকেই তানিছুরকে গ্রেফতারে অভিযান চলছে।

 

আদালত ও মামলা সূত্রে জানাযায়, ২০২১ সালের ১৯ডিসেম্বর তানিছুরের বিরুদ্ধে মুন্সীগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৫ (গজারিয়া) এ ধারা ৩৮০/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১ পেনাল কোডে সি. আর মামলা দায়ের করেন মাদারীপুরের কালকিনী এলাকার সালমান শেখ। সে মামলার আসামি তানিছুর আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এবিষয়ে রবিবার দুপুরে গজারিয়া থানার এসআই নুরুল হুদা বলেন, জালিয়াতি ও প্রতারণা মামলায় তানিছুর রহমানকে গ্রেফতাওে দেশের বিভিন্ন স্থানে অভিযান চলছে। ইতিমধ্যে আমরা তারা ঢাকার অফিসে যাই অফিস তালাবদ্ধ দেখতে পাই এবং তার ব্যবহারিত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। আশা করছি মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে এই আসামি গ্রেফতার করতে পারব। 

  • নিউজ ভিউ 4464