ডেস্ক রিপোর্ট: দেশের তিন পৌরসভার নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত ঘোষনা করেছেন হাইকোর্ট। মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভাসহ অন্য দুইটি পৌরসভা হলো যশোর সদর এবং জয়পুরহাটের কালাই পৌরসভা।
রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ এম রাসেল চৌধুরী।