logo

বিভাগীয় জয়িতা'র সম্মাননা পেয়েছে মুন্সীগঞ্জের ৫ নারী

২৯ জানুয়ারী, ২০২১   |   news71.tv

ছবি: বিভাগীয় জয়িতা'র সম্মাননা প্রাপ্তদের একাংশ

জিতু রায়: 'তোমরাই বাংলাদেশের বাতিঘর' শিরোনামে জয়িতা অন্বেষণে বাংলাদেশে কর্মসূচির বিভাগীয় পর্যায়ের জয়িতাদের সম্মাননা-২০১৯ প্রদান করা হয়েছে। সারা দেশ থেকে আসা জেলা পর্যায়ে নির্বাচিত জয়িতা'রা এই সম্মাননা পেলো।


 

২৮ জানুয়ারী বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর
জাতীয় নাট্যশালাতে  বিভাগীয় পর্যায়ে জয়িতাদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজিত এই অনুষ্ঠানে জয়িতাদের হাতে সম্মননা তুলে দেয়া হয়।

 

এ সময় অনান্য জেলার মতো মুন্সিগঞ্জের ৫ জন জয়িতা'কে সম্মাননা সম্মাননা দেয়া হয়। সমাজ উন্নয়নে অবদান রাখায় হামিদা খাতুন, সফল জননী হাজেরা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় আয়েশা সিদ্দিকা, শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য  ডাঃ মুর্শিদা পারভীন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে  মমতাজ বেগমকে এই সম্মাননা দেয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি । বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার। অনুষ্ঠানের সভা প্রধান ছিলেন
ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।

 

মুন্সীগঞ্জ থেকে পূর্বে জয়িতা সম্মাননা গ্রহণ করা এড. নাছিমা আক্তার ও শামসুন্নাহার শিল্পী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা অধিদপ্তরের মুন্সীগঞ্জ কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আলেয়া ফেরদৌসী।  সারাদেশ বিভাগের সর্বোচ্চ পঠিত
photo


নামাজের সময়সূচি

সোমবার, ০৮ মার্চ, ২০২১
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ মুজিব শতবর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত ♦ বগুড়ায় ট্রাক-টু- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক শাহজাহান নিহত ♦ বগুড়ায় প্রায় ১শ বিঘা জমিতে শস্যচিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ♦ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক সেই ১৮মিনিটের ভাষণ বাংলার কোটি কোটি জনতাকে জাগ্রত করেছিল - এসপি আলী আশরাফ ♦ ঐতিহাসিক ৭ মার্চ ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষনের উপর বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত ♦ ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে র‌্যাব-১২আনন্দ উদযাপন ♦ ঘোড়াঘাটে ঐতিহাসিক ৭ই মার্চ পালন ♦ নিয়ামতপুরে থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ  উদযাপন ♦ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম নিয়ামতপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ♦ গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন