সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অন্যের ফিচার কপি করে জরিমানা গুনলো। ক্ষতিপূরণ হিসেবে পরিশোধ করতে হবে ৩ দশমিক ৮৩ মিলিয়ন ইউরো। নিয়ারবাই নামক ফিচারটি কপি করায় আগের রায় বহাল রেখে ফেসবুককে দোষী সাব্যস্ত করে এ আদেশ দেন ইতালির মিলানভিত্তিক একটি আপিল আদালত। তথ্যসূত্রঃ রয়টার্স।
আদালতের আদেশ অনুযায়ী, ইতালির ওই সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ বাবদ ৩ দশমিক ৮৩ মিলিয়ন ইউরো (প্রায় ৪ দশমিক ৭০ মিলিয়ন ডলার) পরিশোধ করতে হবে ফেসবুক কর্তৃপক্ষকে।
আদালতে বিচারক জানান, ইতালির ফারাউন্ড অ্যাপ থেকে তাদের নিয়ারবাই ফিচারটি কপি করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। ২০১৯ সালের রায় বহাল রাখা হয় আপিল আদালতের রায়ে। এবং ক্ষতিপূরণের পরিমান বাড়িয়ে তা পরিশোধের আদেশ দেওয়া হয়।