জিতু রায়ঃ জাপানে 'টোকিও বিক্রমপুর স্টুডেন্ট ক্লাবে'র আয়োজনে "মহান বিজয় দিবস ও স্বপ্নের বিক্রমপুর শীর্ষক" আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় প্রবাসীদের অংশগ্রহণে জাপানের টোকিওতে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটির জাপান শাখার সভাপতি বাদল চাকলাদার, প্রবাসী সাংবাদিক ও সংগঠক মোখলেসুর রহমান, লেখক ও জাপানের টিভি অভিনেতা জুয়েল আহসান কামরুল, মিশতো জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা আরাফাত উল্লাহ, টোকিও বিক্রমপুর স্টুডেন্ট ক্লাবে'র সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান বেপারী, সাধারণ সম্পাদক ফয়সাল হাসান, সহ-সভাপতি সাখাওয়াত হোসাইন।
এই আলোচনা সভায় জাপান প্রবাসী মুন্সীগঞ্জের ৩জন কৃতি সন্তানকে সম্মাননা প্রদান করা হয়। এতে সাহিত্য ও সংস্কৃতিতে জুয়েল আহসান কামরুল, ব্যবসা-বানিজ্যে মোহাম্মদ বাদল চাকলাদরকে এবং প্রবাসে ইসলাম দাওয়াত ও দ্বীন প্রচারে হাফেজ মাওলানা আরাফাত উল্লাহ বিক্রমপুরীকে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়েছে।
"মেধার আলোয় বিকশিত হোক আমাদের ভূবন'' এই স্লোগান ধারন করে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জাপানের টোকিওতে ২০১৭ সালে ১৯ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠনটি। জাপান প্রবাসী মুন্সীগঞ্জ-বিক্রমপুরের এক মতাদর্শে বিশ্বাসী প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মসূচী বাস্তবায়ন করে আসছে।