নিজস্ব প্রতিবেদকঃ করোনায় আক্রান্ত মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এবং তার সহধর্মিণী নীলিমা দাসের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার আয়োজনে ভিটি হোগলাকান্দি মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. গোলাম মাওলা তপন।
দোয়া মাহফিলের প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাস, বঙ্গবন্ধু পরিষদ মুন্সীগঞ্জ শাখার সভাপতি ইসরাত হোসেন, জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার আইন বিষয়ক সম্পাদক জয়দেব সরকার সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।