নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এবং তার সহধর্মিণী নীলিমা দাসের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রামপালের শেখ আমানউল্লাহ আমান সমাজ কল্যাণ স্মৃতি সংসদ ও পাঠাগারের কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বাচ্চু শেখ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, জেলা কৃষকলীগের সভাপতি মহসিন মাখন, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আই এইচ শান্তনুর, সদর থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক বাদশা মিয়া, রামপাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন মোল্লা, রামপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মনির হোসেন মন্ডল এবং সাধারণ সম্পাদক মোঃ কালাম বেপারী, বাংলাদেশ কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সহ-সভাপতি মনিরুজ্জামান শরীফ, রামপাল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নুরুল হুদা সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
।