সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরুপ মন্তব্য করায় সিরাজদিখান থানায় জিডি করা হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্ভর) রাতে উপজেলা সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ চৌধুরী সিরাজদিখান থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গত ২৫ নভেম্বর ‘AK Azad’ নামের একটি আইডি থেকে বঙ্গন্ধুর ভাস্কর্যের ছবি দিয়ে লিখা হয় “ গভীর রাতে এটা দেখে শয়তানও ভয় পাবে”। সেখানে আরেকটি ফেইসবুক আইডি "Hm shahalom sahahalom" নামে কমেন্টে লিখেছেন ‘শয়তানের প্রতিচ্ছবি’। সিরাজদিখান থানার জিডি নং ৩৭ এ ১ নং আসামী শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের সোন্ধাদিয়া গ্রামের একে আজাদ কালিম (৫০) ও ২ নং আসামী সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের পাড়াভৌম গ্রামের মৃত আজগর আলীর ছেলে শাহ আলম (৪২)।
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, এমন ঘটনা অনেক, তাই যচাই করতে সময় লাগবে। জিডি হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
।