জাহাঙ্গীর আলম ও তুষার রায়: মুন্সীগঞ্জ সদর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক গতকাল সোমবার সকালে থানার সকল দায়িত্ব বুঝে নেয়ার পর তিনি সদর থানাধীন বিভিন্ন এলাকার নানা বিষয়ে খোঁজ-খবর নেন। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন ককটেলবাজ, সন্ত্রাসী মাদক কারবারি নারী নির্যাতনকারী অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না। আমি জেনেছি চরাঞ্চলে দীর্ঘদিন যাবৎ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে এটা আর চলতে দেয়া যাবেনা প্রমাণ সাপেক্ষে সবাইকে আইনের আওতায় আনা হবে। আমার থানার দরজা সবার জন্য ২৪ ঘণ্টা খোলা আছে। সাধারণ মানুষ যেন অতি সহজে যে কোন সেবা পায় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন থানায় দালাল বাটপার দের কোন তদবির চলবে না। টাউট-বাটপারদের থানায় স্থান নেই। সেবার দরজা খোলা আছে মানুষ থানায় এসে সঠিক সেবা টাই পাবে বলে ঘোষণা দেন তিনি। এছাড়াও তিনি বলেন থানায় কোন ধরনের সেবার জন্য কাউকে কোন টাকা দিবেন না। এর আগে আবু বক্কর সিদ্দিক গাজীপুর জেলার কাপাসিয়া থানায় কর্মরত ছিলেন।