logo

শিরোনাম

মুন্সীগঞ্জে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২২ | সময়ঃ ১২:০০
photo
ছবিঃ প্রতিনিধি

তুষার আহাম্মেদ: 'জীবনকে ভালোবাসুন-মাদক থেকে দূরে থাকুন, মাদকের ছোবলে মুন্সীগঞ্জের মাটিতে আজ যুব-সমাজ ধ্বংসের পথে।  

 

এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুন্সীগঞ্জে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহায়তায় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

এসময় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ন করার জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়ের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ঢাকা বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল। কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন প্রধান কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (নিরোধ শিক্ষা, গবেষক ও প্রকাশক প্রধান কার্যালয়) মোহাম্মদ আবদুল হাই পিএএ।

 

বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা কমাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে যোগদান ও কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপটেস্ট বাধ্যতামূলক করা দরকার। কর্মশালায় মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের কথা বলা হয়।

 

পরে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার ও থানার ইনচার্জদের নিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে   কর্মপরিকল্পনা খসড়া করেন।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মানজুরুল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন , সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র হীরা, স্থানীয় সরকার সরকার উপ-পরিচালক মোহাম্মদ এনামুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সামছুল আলম, মুন্সীগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল ইসলাম ভূঁইয়া, মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন প্রমুখ।আলোচনা সভা শেষে জেলায় মাদকদ্রব্য  রোধকল্পে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার ও থানার ইনচার্জ দের মাদকের চাহিদা হ্রাসের প্রতিষ্ঠান কর্মপরিকল্পনা উপস্থাপনা করেন। 

 

মাদকবিরোধী কর্মশালায় আরো আলোচনা করা হয়, মুন্সীগঞ্জের মাটিতে একাধিক মাদক ব্যবসায়ীদের লিস্ট করা হয়েছে। মুন্সীগঞ্জ শহরের অলিগলি থেকে শুরু করে সব জায়গায় এখন মাদক ব্যবসায়ীদের রমরমা বিলাসবহুল জীবন যাত্রায় দেখা মিলছে। এরই ধারাবাহিকতায় ক্রসফায়ারের মতো সিদ্ধান্তকে সামনে রেখে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হবে মুন্সীগঞ্জে মাটিতে। 

  • নিউজ ভিউ 1089