logo

শিরোনাম

গজারিয়ায়  ঝুঁকিপূর্ণ সেতুতেই পারাপার !

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ মার্চ, ২০২২ | সময়ঃ ১২:০০
photo

তুষার আহাম্মেদঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের মেঘনা সেতুর  পূর্ব প্রান্তের হোসেন্দী ইউনিয়নের জামালদী-হোসেন্দী অভ্যন্তরীণ সড়কের প্রায় চার কিলোমিটর (এসডি খান) সড়কের লস্করদী এলাকার বেইলী  সেতুটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে।

 

স্থানীয় সূত্রের দাবী, শিল্প কারখানার ১০ চাকার ভারী যানবাহনসহ বিভিন্ন যানবাহন চলাচলের কারণে যে কোন সময় দুর্ঘটনার আশংকা রয়েছে।   

 

ট্রাক চালক আমজাদ মিয়া জানালেন, ‘দোয়া দরুদ পড়ে সেতু পার হই‘ জামলদী গ্রামের বাসিন্দা ব্যাটারী চালিত অটো চালক রায়হান মিয়া জানালেন, ‘প্রায় প্রতিদিন ছোট যানবাহন উল্টে  চালক ও যাত্রী আহতের ঘটনা ঘটে। বিকল্প কোন পথ না থাকায় ঝুঁকি নিয়েই চলচল করি। ‘

 

ভবানীপুর গ্রামের বাসিন্দা, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হক মিঠু জানান,  শিল্প কারখানার ভারী যানবাহন চলাচলের  কারণে যে কোন সময় সেতু ভেঙ্গে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা জানান, সড়কটিতে পাঁচ টন ভারবাহী যান চলাচলের নিয়ম থাকলেও বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪ চাকা বিশিষ্ট লরি ও মালবাহী যানবাহন চলাচলে কারণে সেতুটি আরো বেশী বেহাল অবস্থা।

 

গজারিয়া উপজেলা প্রকৌশলী কার্যলয়ের সহকারী প্রকৌশলী মোহাম্মদ হোসেন গতকাল সোমবার জানান,   ঝুঁকিপূর্ণ সেতু এলাকায় সমীক্ষা চালানো হয়েছে স্বল্প সময়ের মধ্যেই টেন্ডার প্রক্রিয়ায় কাজ শুরু হবে।

  • নিউজ ভিউ 1809