logo
photo

তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ” মানবসেবা রক্তদান সংস্থা

০৩ জুলাই, ২০২০   |   news71.tv

তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ” মানবসেবা রক্তদান সংস্থা

তুচ্ছ নয় রক্তদান,বাঁচাতে পারে একটি প্রাণ” মানবসেবা রক্তদান সংস্থা।
সংগঠনের সকল সদস্যরাই বয়সে তরুন। তারুন্যের এই প্রানবন্তা শক্তি হয়েছে মানবিক কাজে অনুপ্রেণা।
সংগঠনের সদস্যরা এই পর্যন্ত প্রায় ৬০০ জনকে রক্তদান করেছে বা ব্যবস্থা করেছে।
সংগঠনের সদস্যরা অত্যন্ত অান্তরিকতার সাথে এই ব্যবস্থাটি পরিচালনা করছেন।
দিন হোক বা রাত অথবা গ্রাম হোক বা শহরে যেখানেই মানুষের রক্তের প্রয়োজন হয় সেখানেই ছুটে যান সংগঠনের সদস্যরা।
২০১৮ সালে জাকিয়া বিন্তির আহ্বানে সারা দিয়ে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। এখন এর সদস্য সংখ্যা ৩৫ জন।
সাধারন মানুষের হাসপাতালে প্রয়োজনে এক ব্যাগ এক ব্যাগ রক্ত যোগাড় করা কখনো কখনো অসাধ্য কাজ হয়ে যায়। মানুষের জীবন বাঁচাতে এই রক্তদানের জন্য যেসব মনবসেবা সংগঠন কাজ করে তাদের মধ্য মুন্সীগঞ্জ রক্তদান সংস্থা অন্যতম। তাদের এই পথচলার অনুপ্রেরণা মানুষের ভালোবাসা। এই অবলম্বনকে পুঁজি করে সংগঠনটির সদস্যরা বাঁচিয়ে রাখুক হাজারো মানুষের প্রাণ।


  সারাদেশ বিভাগের সর্বোচ্চ পঠিত
photo


নামাজের সময়সূচি

শনিবার, ১৫ আগস্ট, ২০২০
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

photo

শিরোনামঃ

♦ পশ্চিমবঙ্গে করোনায় মৃতদের সৎকার নিয়ে নানা অভিযোগে মামলা ♦ পশ্চিমবঙ্গে করোনায় মৃতদের সৎকার নিয়ে নানা অভিযোগে মামলা ♦ রাজধানীর পুরানা পল্টনে একটি জালনোট কারখানায় ৫৭ লাখ টাকার জালনোট ♦ দেবীগঞ্জে মৌন শোক অবস্থান কর্মসূচি ♦ ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পূজা উদযাপন পরিষদের মৌন শোক অবস্থান ♦ মুন্সীগঞ্জের চরকেওয়ার পূর্ব শত্রুতার জেরে বাবা-ছেলের হামলায় আহত আয়নাল ♦ পঞ্চসার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ফলজ,বনজ ও ঔষধি গাছ বিতরণ ♦ অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনের খাদ্য সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত ♦ মুন্সীগঞ্জের পর্যটনের উন্নয়ন- সম্ভাবনা বিষয়ক ভার্চুয়াল কর্মশালা ♦ সলঙ্গায় আখের রস বিক্রির অর্থে সংসার চলে আবুল কাশেম আলীর