logo
photo

বন্ধুত্ত্ব হাজার বছর বেচে থাকে।

৩০ মে, ২০২০   |   news71.tv

বন্ধুত্ত্ব হাজার বছর বেচে থাকে।

 

     মুহাঃসাদ।


একটি পাথর যেমন হাজার বছর বেচে থাকে, অক্ষত থাকে হাজার  তুফান ভুমিক¤প সাইক্লোন-ও
যেমন এই পাথরটিকে তার নিজ জায়গা থেকে নিজ আদর্শ থেকে বিচ্যুত করতে পারে না।
ঠিক তেমন-ই বন্ধুত্ত্ব দুটি দেহ একটি হৃদয় এর মতো। হাজার ঝর তুফান বাধা বিপত্ত্বি তাদের এই
স¤পর্কে অটুটতা ভেঙে দিতে পারে না। প্রবন্ধের মধ্যে হয়তো এর অনুভবতা ফুটিয়ে তোলা সম্ভব
নয়। সত্যিকাররের বন্ধুত্ত্বের উপমা রেখে গেছেন হাজারো মনীষী।
লিখে গেছেন আসংখ্য কবিতা হাজারো রচনা। কিছু বন্ধুত্ত্বের গল্প রয়ে যায় হাজার বছর। কারো হারানো
সৃতিগুলো খুজে পাওয়া যায় তার বন্ধু থেকে।একসাথে চলাফেরা এক সময় সৃতির পাতা বনে যায়।
ব্যস্ততম এই শহরে আজ এমন বন্ধুত্ত্ব খুজে পাওয়া দুস্কর।যে বন্ধুত্ত্ব এক দেহে দুটি প্রান
সমতুল্য।বাস্তবতার মাঝে আজ মানুষ নিজেকে-ই নিজের বন্ধু হিসেবে মেনে নিতে পারে না।নিজে-ই
নিজেকে বিশ্বাস করতে পারে না।
সত্যিকারের বন্ধু হিসেবে নিজের পরিবারকে বাছাই করুন।নিজের ভাই ও খুব কাছের মানুষগুলোকে
বেছে নিন।আজীবনন পাশে থাকবে।
তবে বন্ধু হিসেবে এমন কাউকে বাছাই না করি, যার জন্য কবি এই উক্তি ব্যবহার করেছেন, সৎ সঙ্গে
স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।

   সাহিত্য বিভাগের সর্বোচ্চ পঠিত
photo


নামাজের সময়সূচি

শুক্রবার, ১০ জুলাই, ২০২০
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

photo

শিরোনামঃ

♦ মুন্সীগঞ্জে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত ♦ কেশবপুরের অসমাপ্ত উন্নয়ন কাজকে আরো গতিশীল করতে স্বাস্থ্যবিধি মেনে ঐক্যবদ্ধভাবে ১৪ জুলাই নৌকায় ভোট দিন .............শাহীন চাকলাদার ♦ কেশবপুর থানার বকসি ও সামাধান কর্মীসহ আবারো ৬ ব্যক্তি করোনায় আক্রান্ত ♦ কেশবপুর নৌকা প্রতিকে ভোট চেয়ে বাস-মিনিবাস ও ট্রাক মালিক সমিতির নেতেৃবৃন্দের গণসংযোগ ♦ কেশবপুরে পৌর আওয়ামী লীগের জরুরী সভায় বক্তরা শাহীন চাকলাদারকে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করে প্রমাণ করতে হবে কেশবপুরের মাটি আওয়ামী লীগের ঘাটি ♦ (বিজ্ঞাপন )মেসার্স মা মসলা মিল ♦ বগুড়ায় দুই ভাইয়ের পালাক্রমে ধর্ষণের শিকার হলো শিশু শিক্ষার্থী ♦ বগুড়া-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আ.লীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত ♦ বগুড়ায় করোনা উপসর্গে এক ব্যক্তির মৃত্যু ♦ মুরাদনগরে মনির হত্যার ৫ বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি ইকবাল গ্রেফতার