logo

শিরোনাম

শ্রীনগরে ডিবি পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাই নিয়ে ধোঁয়াশা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ মার্চ, ২০২২ | সময়ঃ ১২:০০
photo
প্রতিকী ছবি

তুষার আহাম্মেদ: শ্রীনগরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাই হয়েছে। সোমবার রাতে লৌহজং উপজেলার কুমারভোগের হক ডেইরী ফার্মের মালিক শাশীম শেখ বিষয়টি নিয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করতে আসেন। পরে নিজেই অভিযোগ না করার কারনে বিষয়টি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

 

নিছতাইয়ের ঘটনা নিয়ে  শামীম শেখের পরিবারিক সূত্র জানায়, সোমবার দুপুরে লৌহজং উপজেলার উত্তর কুমারভোগ গ্রামের হক ডেইরী ফার্মের মালিক শামীম শেখ (৫০) তাঁর খালা ফেরদৌসি বেগমকে (৫৩) সাথে নিয়ে শ্রীনগর এম রহমান শপিং কমপ্লেক্সের ব্র্যাক ব্যাংক শাখা থেকে ঋণের ৯ লাখ ৯০ হাজার টাকা তুলেন।

 

টাকা নিয়ে তারা নিজ এলাকার এক অটোরিক্সা চালককে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। অটোরিক্সাটি শ্রীনগর-দোহার বাইপাস সড়কের সিএনজি পাম্পের কাছে পৌছলে ডিবি পুলিশ পরিচয়ে অটোরিক্সাটির গতি রোধ করে। এসময় ৪জন মিলে তাদেরকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে প্রাইভেটকারে তুলে নেয়। পরে তাদেরকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া এলাকায় ফেলে রেখে যায়।

 

সোমবার রাত ৭টার দিকে শামীম তার খালাকে নিয়ে শ্রীনগর থানায় অভিযোগ দিতে আসেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য নিয়ে সন্দেহ দেখা দেয়।পরে তারা মামলা করতে অস্বীকার করে থানা থেকে বের হয়ে যান। একারনে বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে শ্রীনগর থানার ওসি(তদন্ত) কামরুজ্জামান জানান, মৌখিক ভাবে বিষয়টি পুলিশকে জানালেও কেউ লিখিত অভিযোগ করেনি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

 

  • নিউজ ভিউ 3105