logo

শিরোনাম

রেড ক্রিসেন্ট সোসাইটি মুন্সীগঞ্জ ইউনিটের 'সাংগঠনিক সক্ষমতা নিরুপণ অনুশীলন' কার্যক্রম

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ মার্চ, ২০২২ | সময়ঃ ১২:০০
photo
রেড ক্রিসেন্ট সোসাইটি মুন্সীগঞ্জ ইউনিটের 'সাংগঠনিক সাক্ষমতা নিরুপণ অনুশীলন' কার্যক্রম

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মুন্সিগঞ্জ ইউনিট এর সাংগঠনিক সক্ষমতা নিরূপণ করে অধিক দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী অনুশীলন হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলার রেড ক্রিসেন্ট ইউনিট অফিসের হল রুমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু।

photo

  একটানা বিকাল ৪ টা পর্যন্ত এই অনুশীলন পক্রিয়ার মোট ১৪জন অংশগ্রহণ করেন।

 

এর মাধ্যমে জেলা ইউনিটের বর্তমান সাংগঠনিক দক্ষতা নিরুপন করার মাধ্যমে ভবিষ্যত সাংগঠনিক কর্মসূচি প্রণয়নের পরিকল্পনা করা হবে।

 

এতে অংশগ্রহণকারীরা হলেন মুন্সিগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো. শাহজাহান গাজী, ডেলিগেটের ও আজীবন সদস্য অ্যাডভোকেট সোহানা তাহমিনা, কার্যকরী পরিষদের সদস্য অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, আজীবন সদস্য সাংবাদিক এম জামাল হোসেন মন্ডল, শিক্ষক প্রতিনিধি রনস্ রুহিতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিলীপ কুমার হাজরা, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জিতু রায়, ইউনিট লেভেল অফিসার মোঃ জিয়াউল হক, যুব প্রধান ফাহাদ মোল্লা, উপ যুবপ্রধান আকলিমা আক্তার দোলন, দল নেতা আবু তাহের সীমান্ত। অনুশীলন কার্যক্রম পরিচালনা করেন বিডি আরসিএসের সহকারি পরিচলক মাহফুজা আক্তার, পিএন্ডডি বিভাগের সিনিয়র পিএমইআর অফিসার মো. নেওয়াজ শরীফ, প্রোজেক্ট অফিসার মো. রাকিবুল আলম রাব্বি। আগামীদিন সকাল ১০টায় ২য় দিনের অনুশীলন কার্যক্রম শুরু হবে।

  • নিউজ ভিউ 5265