ডেস্ক রিপোর্টঃ আজ(২৮ মার্চ) মুন্সীগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ব্রিলিয়্যান্ট ক্যাডেট কেজি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুস ছাত্তার দেওয়ান(আলাল) এর ১ম মৃত্যুবার্ষিকী।
দিনটি স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করেছে তাঁর প্রতিষ্ঠিত স্কুলটির কর্তৃপক্ষ। এদিন সকালে স্কুলে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন তাঁর বড় ভাই শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ দেওয়ান নিজামউদ্দীন (হেলাল), মা মমতাজ বেগম সহ তার পরিবারের সদস্যগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও কর্মচারীগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন হাফেজ কুদ্দুস। এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা এবং পরিচালনায় করে স্কুলটির বর্তমান অধ্যক্ষ শাহনাজ বেগম।
।