logo

শিরোনাম

ভারতে মহেশখালীর ২৭ জেলেসহ ৮৮ বাংলাদেশী জেলে আটক

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২২ | সময়ঃ ১২:০০
photo
ছবিঃ প্রতিনিধি

মহেশখালী প্রতিনিধি (কক্সবাজার):  বঙ্গোপসাগরে তিনটি ফিশিং ট্রলার থেকে মহেশখালীর ২৭ জেলেসহ  বাংলাদেশী ৮৮ জেলেকে ভারতীয় নৌ-বাহিনী আটক করেছে।

 

জানা যায়, ১৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) ভারত-বাংলাদেশ জলসীমার ৩৫ নটিক্যাল মাইলের ভেতর প্রবেশকালে তাদের আটক করা হয়। ঐদিন আটক হলেও জানাজানি হয় আজ। আটকের পর ফিশিং ট্রলার ও জেলেদের কলকাতার ফ্রেজারগঞ্জ কোষ্টগার্ড ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। আটক ৮৮ জেলের মধ্যে ৫ জন শিশু রয়েছে জানা গেছে।  

 

১৭ ফেব্রুয়ারী আটককৃতদের ভারতের কাকদ্বীপ আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত ৫ শিশুকে হোমে ও ৮৩ জেলেকে অনুপ্রবেশের দায়ে ১৪ দিনের সাজা প্রদান করে। তাদের কার্তিক মহুকুমা জেলখানায় রাখা হয়েছে।  

 

এদিকে আটককৃত তিনটি ফিশিং ট্রলারের একটি কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের মোহাম্মদ সাজ্জাদুল ইসলামের। যার রেজিঃ নং-৬৩২৩। ভারতের অমল কান্তি নামের এক গণমাধ্যমকর্মী ০০৯১৯১২৬৪৮৪৩৪০ নাম্বার থেকে ট্রলার মালিককে ফোনে বিষয়টি নিশ্চিত করে।

 

ভারতে আটক মহেশখালীর ২৭ জেলে কুতুবজোম ইউনিয়নের, তারা হলেন- পেঠান আলী-মাঝি(৩৭), খোরশেদ আলম(৪৪), গিয়াস উদ্দিন(৪০), হেলাল উদ্দিন(৪২), শফিউল আলম(৩৪), ফরিদ আলম(৪৫), রবিউল আলম(৩৫), মোঃ শওকত উদ্দিন(৩০), গোলাম সোলতান(৪৩), আব্দু শুক্কুর(৩৮), মোহাম্মদ ইব্রাহিম(২৮), মোহাম্মদ রুবেল(২৬), আব্দুল মজিদ(২৫), নুরুল কবির(৩৫), আব্দুল মজিদ(২৭), কবির হোসেন(৩৩), আব্দুল গফুর(৩২), আব্দু রহমান(৫০), আব্দুল করিম(২৭), রবি আলম(৩১), হামিদ হোসেন(৩৫), শাহেদ মিয়া(১৮), মোহাম্মদ জিহাদ(২১), আব্দু ছফুর(২৩), মোহাম্মদ জোবাইর(২৮), শফি আলম(৩২), মোহাম্মদ কালু(৩৫)।

 

এ বিষয়ে ফিশিং ট্রলারের মালিক মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ দেন।

 

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক(এমপি) আটক হওয়া জেলেদের দেশে ফেরাতে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন বলে জানা যায়।

  • নিউজ ভিউ 1737