টঙ্গীবাড়ী হতে চোরাই হওয়া ২ গরুসহ ২ চোরকে আটক করে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ। রবিবার রাতে টঙ্গীবাড়ী উপজেলার ছোট কেওয়ার গ্রাম হতে গরু চুরী করে পিআক ভ্যানে ভড়ে পালিয়ে যাওয়ার সময় সোমবার ভোড়ে মুন্সীগঞ্জ সদর থানার মুক্তারপুর ব্রীজের টোল প্লাজা হতে ২ চোরকে আটক করে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত দুই চোর হলো ইউসুফ আলী (৩০) ও রুবেল (২৮)। রুবেল পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সাতুরিয়া গ্রামের দুলাল হোসেন এর ছেলে এবং ইউসুফ নারায়নগঞ্জ জেলার সোনরাগা উপজেলার বৈদ্যাকান্দি গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, টঙ্গীবাড়ী উপজেলার ছোট কেওয়ার গ্রামের আমির কাজি লিটনের গরু চুরী করে পালিয়ে যাওয়ার সময় ২ চোরকে আটক করে মুন্সীগঞ্জ আদলতে রিমান্ড আবেদনসহ প্রেরণ করা হয়েছে।