logo

শিরোনাম

মুন্সীগঞ্জে ক্যাবল তার চোরের আতংকে বর্ণালী স্যাটেলাইট, গ্রাহকদের ভোগান্তি

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ জুন, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে ক্যাবল তার চোরের আতংকে বর্ণালী স্যাটেলাইট, গ্রাহকদের ভোগান্তি

নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জে বহুল পরিচিত বর্ণালী স্যাটেলাইট কতৃপক্ষ ৩ মাস যাবৎ ডিশ ক্যাবল, ওয়াইফাই তার ও মেশিন চোরদের উপদ্রবে অতিষ্ট হয়ে উঠেছেন। ১৫ দিনের ব্যবধানে প্রায় ৭ লক্ষ টাকার তার ও মেশিন চুরি হয়ে হয়ে গেছে তাদের। বর্ণালী স্যাটেলাইটের পঞ্চসার অঞ্চলের কেবল অপারেটর মো: শামছুল হক্ব মেম্বার এই ঘটনায় থানায় দুটি অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, গত ১৫ দিন আগেও একদল অজ্ঞাত চোর তাদের মুক্তারপুর, দয়াল বাজার, গোসাইবাগ সহ আরো কয়েকটি এলাকার গ্রাহকদের ডিশের লাইন ও ওয়াইফাই লাইন কেটে দিয়ে পিলারে লাগানো সংযোগ বাক্স চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় থানায় অভিযোগ করা হলেও কোন লাভ হয়নি বরং ১৬ দিন পর আবারো গত ৫ তারিখ একই ঘটনা ঘটে। প্রায় ২০ বছর যাবৎ রিকাবীবাজার থেকে মুক্তারপুর ও আশে পাশের এলাকায় তারা ডিশ লাইনের সংযোগ দিয়ে আসছিলেন ও একই সাথে তাদের পরিবারের সদস্যদের পরিচালিত সেঞ্চুরি লিংক নামের ওয়াইফাই লাইনের ব্যবসা করে আসছে। গ্রাহকদের সঠিক সেবার মাধ্যমেই এই প্রতিষ্ঠান দুটি কাজ করে যাচ্ছেন। তবে বর্তমানে প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা এতে তাদের গ্রাহকরা পড়েছেন বিপাকে। ডিশ ও ওয়াইফাই সেবায় বিঘ্নতা হওয়ায় অনেকে তাদের লাইন ছেড়ে দিচ্ছেন। এতে বর্নালী স্যাটেলাইট ও সেঞ্চুরি লিংক নামের ওয়াইফাই ব্যাবসায়ীক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানায় ১৫ দিনের মধ্যে ২ টি অভিযোগ করেছে তারা। কিন্তু পূর্বের অভিযোগে কোন ফল না পেয়ে এবার অভিযোগ করেও আশংকায় আছেন তারা। তাদের আশংকা সামনে তারা আরো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন । ৩ মাসে তাদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্ণালী স্যাটেলাইট কতৃপক্ষ জানান, এভাবে চলতে থাকলে গ্রাহকদের যেমন ভোগান্তি হবে, কতৃপক্ষ ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রশাসনের প্রতি তাদের অনুরোধ, অপরাধীদের যাতে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়।

  • নিউজ ভিউ 2061