logo

শিরোনাম

হযরত ফাতেমাতুয যাহরা (রা) মহিলা মাদ্রাসা ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ মে, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
হযরত ফাতেমাতুয যাহরা (রা) মহিলা মাদ্রাসা ভিত্তিপ্রস্তর স্থাপন

সালমান হাসান :

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের মামাসার , চলতি বছরের নতুন করে ভবন নির্মাণের কাজ শুরু হলো" হযরত ফাতমাতুয যাহরা (রা) মহিলা মাদ্রাসার।
 
এই  মাদ্রাসা, নুরানী , কিতাব, হেফজ, বাংলা , ইংরেজি, পড়ানো হবে এবং আবাসিক - অনাবাসিক সহ ধরনের সুব্যবস্থা রয়েছে মাদ্রাসাটিতে 


প্রতিষ্ঠাতা-মোঃ হাজি হারুন দেওয়ান, ও এলাকাবাসীর নিজ অর্থায়নে,স্বপ্ন পূরণের লক্ষ্যে মামাসার গ্রামের এই মহিলা মাদ্রাসার পিত্তি স্থাপন করে মাদ্রাসা বানানোর কাজ শুরু করেন।  

মোট ২৪ শতাংশ জমির উপরে ৩য় তলা তিনটি ভবন তৈরি করা হবে , গতকাল
৯ মে বৃহস্পতিবার সকালে প্রথম ভবন নির্মাণের কাজ শুরু করে এলাকাবাসী।

বর্তমান অস্থায়ী ভাবে অন্য একটি জায়গায় মাদ্রাসার কার্যক্রম চলছে, 

নতুন ভবন নির্মাণের কাজ শেষ মাদ্রাসার  কার্যক্রম শুরু হবে, পরবর্তীতে যাবতীয় যা কিছু প্রয়োজন হয় তা এলাকাবাসীকে নিয়ে সবসময় পাশে থাকর আশ্বাস দেন মাদ্রাসা কমিটি।

  • নিউজ ভিউ 1314