logo

শিরোনাম

আব্দুল্লাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
ঐতিহ্যবাহী আব্দুল্লাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী আব্দুল্লাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য  আয়োজনে উদ্ধোধন পরে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। দৌড়, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, যেমন খুশি তেমন সাজো, বালিশ খেলা, বিস্কেট দৌড়,  লৌহ গোলক নিক্ষেপ সহ দিনব্যাপি ৬৩টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশনেয় ছাত্র-ছাত্রী। এছাড়া বিকেলে স্কাউট এবং গার্লস গাইডের নৃত্য পরিবেশন ও অতিথিদের মধ্য বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  


বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন নয়ন বেপারীর সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আতিকুর রহমান শিল্পি, জেলা কৃষকলীগের সভাপতি মনিরুজ্জামান রিপন, আওয়ামীলীগ নেতা গোলাম রাব্বানি শান্ত, আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৃজন, অভিভাবক সদস্য মেহেদী হাসান, আলমগীর হোসেন, রতন বেপারী, মাকসুদা হক, দাতা সদস্য আখতারুজ্জামান মোল্লা, কো-অপ্ট সদস্য মিজানুর রহমান সহ বিদ্যালয়ের অন্যন্যরা। অতিথিরা বক্তব্য পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে আর্দশ জীবন গড়ার  আহ্বান জানান শিক্ষার্থীদের। ঐতিহ্যবাহী বিদ্যালয়টি ১২৫বছর পূর্তি উপলক্ষ্যে এবছর জমকালো অনুষ্ঠানের ঘোষনা দেন সভাপতি জাকির হোসেন নয়।


বিদ্যালয় প্রধান শিক্ষক মোশারফ হোসেনে পরিচালায় অনুষ্ঠান সঞ্চালনা করে বিদ্যালয়ের শিক্ষক মো: মনির হোসেন।

  • নিউজ ভিউ 1251