logo

শিরোনাম

মুন্সীগঞ্জে উদ্বোধন হয়েছে 'ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই ও প্রশিক্ষণ'  

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
ছবিঃ প্রতিনিধি।

মুন্সীগঞ্জে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বালক (অনূর্ধ্ব-১৫) বাছাই প্রতিযোগিতা এবং মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। রবিবার মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ যুবায়ের। জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার নাজমুস সামা, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আয়নাল হক স্বপন, ক্রীড়া সংগঠক সুমন লাল। এছাড়াও ফুটবল কোচ মিজানুর রহমান, মিরকাদিম গ্রীণ ওয়েলফেয়ার সেন্টারের প্রধান কোচ মোজাম্মেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, অভিভাবক, কোচ ও রেফারিবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ফুটবল প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার এবং ফুটবল একাডেমির শতাধিক অনূর্ধ্ব-১৫ খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করে। পরে তাদেরকে ৪টি দলে ভাগ করে ম্যাচ খেলানো হয়। ম্যাচ শেষে শতাধিক খেলোয়াড়দের মধ্যে থেকে ৩০ জন খেলোয়াড়কে বাছাই করা হয় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের জন্য। খেলাধুলার চর্চা ও প্রসার বৃদ্ধি করতে উৎসাহ প্রদানে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে বাছাইকৃত খেলোয়াড়দেরকে জার্সি ও অন্যান্য ক্রীড়া সামগ্রী ও পুরস্কার দেওয়া হয়।

  • নিউজ ভিউ 1917