logo

শিরোনাম

মুন্সীগঞ্জের ছবি সারাদেশে বিজয়ী করতে ভোট দিতে পারেন তুষার রায়কে

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৩ | সময়ঃ ১২:০০
photo
ছবিঃ সংগৃহীত

আদনান সাদ: দেশের সবচেয়ে বড় ফটোগ্রাফি কন্টেষ্ট তোমার চোখে বাংলাদেশ ফটোগ্রাফি প্রতিযোগিতায় ইতিমধ্যেই মুন্সীগঞ্জ জেলায় ছবি তুলে পুরষ্কার পেয়েছেন মুন্সীগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা ও পরিচালক তুষার রায়। গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য তোমার চোখে বাংলাদেশ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আইফোন ১৪ জিতেন তিনি।


এবার একই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের জন্য  মুন্সীগঞ্জ সহ ঢাকা বিভাগের মোট ২০ টি ছবি জমা দিয়েছেন তিনি।


সেখানে রয়েছে মুন্সীগঞ্জের বিভিন্ন সুন্দর, দর্শনীয় ও ঢাকা বিভাগের বিভিন্ন জায়গার জায়গার মনমুগ্ধকর ছবি। তুষার রায়ের ইচ্ছা তোমার চোখে বাংলাদেশ ফটোগ্রাফি প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হওয়া।


প্রতিযোগিতাটির ৮০ শতাংশ বিবেচনা হবে দর্শকদের পছন্দ অনুযায়ী লাইক ও মন্তব্যের মাধ্যমে। আপনিও চাইলে তুষার রায়ের তোলা ঢাকা বিভাগের ছবি গুলো দেখে আপনার মন্তব্য জানাতে পারেন।

 

মন্তব্য জানানোর লিংক নিউজটির ফেসবুক পোষ্টের ডেস্ক্রিপশনে দেয়া আছে।

  • নিউজ ভিউ 5580