logo

শিরোনাম

৫ দাবিতে নিয়ামতপুরে মোবাইল টেকনিশিয়ানদের মানববন্ধন

প্রতিবেদন প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২১ | সময়ঃ ১২:০০
photo
...

মোঃ ইমরান ইসলাম,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ "ডিজিটাল বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী ৫ দফা দাবী হউক কার্যকর মোদের আবদার" এই স্লোগানকে সামনে নিয়ে  মোবাইল ফোন মেরামত পেশার স্বীকৃতি ও সংশ্লিষ্ট পেশায় সংঘটিত অপরাধ বন্ধে নওগাঁর নিয়ামতপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (বিসিপিআরটিএ)।

রবিবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায়  উপজেলার প্রধান ফটকের সামনে থেকে র‍্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রধান ফটকে এসে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা শাখার সভাপতি কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাসান, সহ-সভাপতি বকুল, সাধারণ সম্পাদক শিমুল, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক আকতারুল চৌধুরী, সহ-অর্থ সম্পাদক  সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক  মাহাবুব খান, প্রচার সম্পাদক  হোসাইন, সহ-প্রচার সম্পাদক শ্রী সুভাস, সদস্য শামীম, নাজিম,নয়ন,আমিনুল, আলমগীর, শ্রী পলাশ, ছবেদুল ইসলাম, বাক্কার প্রমুখ।

নেতা কর্মীরা মোবাইল ফোনের মাধ্যমে সংগঠিত সকল অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারকে সহায়তা করার আশ্বাস দেন। মোবাইল ফোন মেরামত পেশার স্বীকৃতি ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

অপর দিকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার দাবি জানান। গ্রাহক সেবার মান নিশ্চিতসহ হারানো মোবাইল উদ্ধারে প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাসও দেন নেতাকর্মীরা।

  • নিউজ ভিউ 495