logo

শিরোনাম

মুন্সীগঞ্জ এস এস,সি ২০১১ এবং এইচএসসি ২০১৩ ব্যাচ মুন্সিগঞ্জ এর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ এপ্রিল, ২০২৩ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ প্রতিনিদিঃ  মুন্সীগঞ্জ এস এস,সি ২০১১ এবং এইচএসসি ২০১৩ ব্যাচ মুন্সিগঞ্জ এর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচী ২০২৩।  সালমান হাসান, স্টাফ রিপোর্টার পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে মুন্সিগঞ্জ এস এস সি২০১১,ও এইচএসসি ২০১৩ ব্যাচ।

এই ডিজিটাল প্ল্যাটফর্ম শুরু করে ২০২০ সালে, বিগত তিন বছরের মধ্যে, একটি মেসেঞ্জার গ্রুপে মুন্সীগঞ্জের ১৩ হতে ১৪ শতাধিক শিক্ষার্থী রয়েছে এই মেসেঞ্জার গ্রুপ।  এরমধ্যে কেউ কর্মজীবী রয়েছে যারা বিভিন্ন পেশায় কর্মরত আছে।  সবাই মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলার স্থানীয় বাসিন্দা এবং ২০১১ সালে মেট্রিক এবং ২০১৩ সালে ইন্টারমিডিয়েট পড়াশোনা শেষ করে।  এ সকল শিক্ষার্থীরা সকলে মিলে,এক মানবতার হাত বাড়ানোর চেষ্টায় এই প্রতিশ্রুতিতে শুরু করে বন্ধরা।  আমরা সবাই মিলেমিশে সর্বদা একতাবদ্ধ হয়ে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো যার যতটুকু আছে তাই নিয়ে।

মুন্সিগঞ্জ ১১-১৩ বিভিন্ন সময়" কখনো রক্তদান কর্মসূচি, কখনো কারো আর্থিক সহযোগিতা, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে, আবার কখনো কারো মানবিক সহযোগিতা, আবার কখনো অসহায় দরিদ্রের মাঝে নিজেদের বিলিয়ে দেওয়া,এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য।  এই লক্ষ্য মাথায় রেখে বিগত তিন বছর যাবত মুন্সীগঞ্জের ছয়টি থানায় বিভিন্ন স্কুলের ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে এই কার্যক্রম কর্মসূচি চালিয়ে যায় মুন্সিগঞ্জ ১১,১৩ ব্যাচ। এবারও ঈদ সামগ্রী বিতরণ আয়োজন করে মুন্সিগঞ্জ ১১,১৩ সকল শিক্ষার্থীরা। প্রতিবারের ন্যায় এবারও রয়েছে যে সকল উপহার সামগ্রী দেয়া হয়।

১.সয়াবিন তেল ১ লিটার" ২.চিনি ১ কেজি" ৩.আলু ১ কেজি" ৪.মুড়ি, হাঁফ কেজি" ৫.খেজুর হাঁফ কেজি" ৬.বুট ১ কেজি" ৭.পুলার চাল ১ কেজি" ৮.মুসারির ডাল ১ কেজি" ৯.লাচ্ছা সেমাই, হাঁফ কেজি " ১০.পাকিস্তানি সেমাই হাঁফ কেজি" ১১. পিঁয়াজ ১ কেজি" সর্বমোট ১১ রকমের ঈদ সামগ্রী উপহার উপহার সামগ্রী। ৩০০ শতাধিক পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করে মুন্সিগঞ্জ ২০১১ এসএসসি ও ২০১৩ এইচএসসি। মুন্সীগঞ্জে, লৌহজং উপজেলা, শ্রীনগর উপজেলা, টংগীবাড়ী উপজেলা, মুন্সিগঞ্জ সদর উপজেলা, গজারিয়া উপজেলায় ছয় উপজেলায় প্রতি উপজেলায় অর্ধশত মানুষের মাঝে এই বিতরন কর্মসূচী পালিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম কর্মসূচী শুরু হয় লৌহজং উপজেলার,দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন লৌহজং উপজেলার,ভাইস চেয়ারম্যান, তোফাজ্জল হোসেন তপন। অনুষ্ঠানে দ্বিতীয় কর্মসূচি শুরু হয় মাওয়া পুরানো ফেরিঘাট থেকে। এভাবে বিভিন্ন শিক্ষার্থীদের সহযোগিতায়"মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলায় যে যে উপজেলার দায়িত্বে রয়েছে তাদের মাধ্যমে লিস্ট করে এই ঈদ সামগ্রী অসহায় দরিদ্র মানুষের হাতে পৌঁছে দেয়।

  • নিউজ ভিউ 2124