logo

শিরোনাম

ঝালকাঠিতে রাক্ষুসী বিষখালী গ্রাস করে নিচ্ছে জমি, ঘারবাড়ী, গাছপালা।

প্রতিবেদন প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২১ | সময়ঃ ১২:০০
photo
...

দুলাল সাহা (ঝালকাঠি প্রতিনিধি): 
ঝালকাঠির গাবখান - ধানসিঁড়ি  ইউনিয়নের চরকাঠি ও ভাটারকান্দা গ্রামের কয়েক একর জমি, ঘারবাড়ী, গাছপালা, কবি জীবনানন্দ দাসের  বাড়ী সড়ক  রাক্ষুসী  বিষখালী নদী গ্রাস করে নিচ্ছে।    নদীর কুলে বসতঘরসহ বাড়ীর জমিতে ফাটল দেখা দেয়ায় আতংকে দিন-রাত কাটায় মানুষ। এ সংবাদ পেয়ে ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে।   জেলা প্রশাসক জরুরী ভিত্তিতে ভাঙ্গন রোধের ব্যবস্থা  নেয়ার নির্দেশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ডকে ।    
  
ঝালকাঠি সদর উপজেলার গাবখান-ধানসিঁড়ি ইউনয়েনের চরকাঠি ও ভাটারকান্দা গ্রামের মানচিত্র  বদলে যেতে বসেছে। আজ গভীর রাতে বিষখালী নদীর আকস্মিক ভাঙ্গন শুরু হয়।   এতে ঐ এলাকার ৭/৮ ঘর-বাড়ি গাছপালা  পুকুর, রাস্তাঘাট নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। নদীর ৫০ মিটারে মধ্যে সাইক্লোন সেন্টার , প্রাইমারী স্কুল, মসজিদসহ বহু ঘর-বাড়ী কাছে নদীর চলে আসায় আতংকিত হয়ে পড়ে মানুষ। সড়কের ২০০ মিটার নদীর গর্ভে বিলিন হয়ে যাওয়ায় কয়েক গ্রামের সাথে ইউনিয়ন ও ঝালকাঠি সদর উপজেলার সাথে সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে।   
জেলা প্রশাসক  মোঃ  জোহর আলী ভাঙ্গন  এলাকা পরিদর্শন করেছেন  জরুরী ভিত্তিতে ভাঙ্গন রোধের ব্যবস্থা  নেয়ার নির্দেশ দেয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ডকে । 

  • নিউজ ভিউ 315