logo

শিরোনাম

সিরাজদিখানে মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহনন!

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২২ | সময়ঃ ১২:০০
photo
সিরাজদিখানে মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহনন!

আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মায়ের সাথে অভিমান করে এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মহিমা আক্তার(১৩) নামের ওই ছাত্রী বিষ ক্রীয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। মহিমা আক্তার উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদী গ্রামের সলিম শেখের মেয়ে ও চম্পকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। গত রোববার সন্ধায় পড়ালেখা না করার কারণে মহিমার মা মহিমাকে বকাঝকা করার এক পর্যায়ে মায়ের সাথে অভিমান করে মহিমা বাড়ীতে ইদুর নাশক ঔষধ সেবন করে। পরে বিষয় টি পরিবারের লোকজন জানতে পারলে মহিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মহিমার বাবা সেলিম শেখ বলেন, মহিমার মা মহিমা কে রোববার সন্ধায় বকা দেয়। পরে বাড়ীতে ইদুর মারার জন্য যে ঔষধ আনছিলাম তা খেয়ে ফেলে। পরে আমরা যখন বুঝতে পরি তখন তাকে হাসপাতালে নিয়ে যাই। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ  এ.কে.এম মিজানুল হক জানান,একটি মেয়ে আত্মহত্যা করেছে। জৈনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পারি। পুলিশ গিয়ে কাফন পরিহিত অবস্থায় লাশ থানায় নিয়ে আসে। লাশটি ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

  • নিউজ ভিউ 2016