মুন্সীগঞ্জে বিদ্যানিকেতন আদর্শ স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২

আদনান সা'দ: মুন্সীগঞ্জে বিদ্যানিকেতন আদর্শ স্কুলে কেজি থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যা নিকেতন আদর্শ স্কুলের ২০২২ শিক্ষাবর্ষের শেষান্তে অত্যন্ত আনন্দময় ও কোলাহলপূর্ণ পরিবেশে এই ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়। গতানুগতিক ক্লাসের একঘেয়েমি দুর করতেই এই অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) কেজি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস পার্টিতে অংশগ্রহণ করে। সকাল ১১ টায় শ্রেণি ভিত্তিক কেক কেটে আনুষ্ঠানিকভাবে ক্লাস পার্টির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, বিদ্যালয়টির অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ । পরে অভিভাবকদের মধ্যে নানা ধরনের খেলার আয়োজন করেন বিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। এর আগে আলোচনা সভায় বিদ্যালয়টির পরিচালকবৃন্দ, শিক্ষ ও অভিভাবকরা বিদ্যালয়টির নানা ভালো দিক তুলে ধরেন। এছাতশিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বক্তারা। এরপরেই শুরু হয় প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। আনুষ্ঠানিক উদ্বোধনের পরে প্রতিষ্ঠানে রান্নাকৃত খাবারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়েটির পরিচালক আলমগীর কবির, অধ্যক্ষ এস এম ফাহিম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও শিক্ষাঅনুরাগী মহিউদ্দিন আহমেদ, পলক অটিজম স্কুলের শিক্ষক দেলোয়ার হোসেন, নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির উপ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ